Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা পর্যায়ে অবস্থিত পল্লী  উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

 

      উপজেলা পর্যায়ে অবস্থিত পল্লী  উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে যে সব সেবা সহযোগীতার প্রদান করা হয়ঃ-

Ø       সমিতি/দল (পুরম্নষ/মহিলা) গঠন। সঞ্চয় জমা ও ঋণ গ্রহনে পরামর্শ প্রদান ও এতদসংক্রান্ত যাবতীয় তথ্য ফরম সরবরাহ।

 

Ø       সমিতি/দলের সদস্যদের সহজ কৃষি ঋণ ও ক্ষুদ্র ঋণ প্রদান।

 

Ø       সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ, আর্বত্বক ঋণ, সদাবিক/মবিকেউস/মউ/পল্লী  প্রগতী প্রকল্প/অস্বচ্ছল মুক্তিযোদ্ধা প্রকল্পের সদস্যদের ক্ষুদ্র ঋণ বিতরন।

 

Ø       বিভিন্ন প্রকল্প/কর্মসূচীর আওতায় আনুষ্ঠানিক দল গঠন এবং আয় বৃদ্ধিমূলক কর্ম কান্ডের জন্য ঋণ প্রদান।

 

Ø       আনুষ্ঠানিক দল নিবন্ধনের পর পরই আট (০৮) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান।

 

Ø       নারীর ক্ষমতায় ও নারী  নেতৃত্ব বিকাশ সচেতনতা বৃদ্ধি নারী নির্যাতন রোধ এবং যৌতুক প্রথা নির্মূলে সচেতনতা বৃদ্ধি।

 

Ø       বয়স্ক শিক্ষা স্বাথ্য , পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ সেবা।

 

Ø       বৃক্ষরোপন, স্যানিটেশন, উন্নত চুলস্নী ব্যবহার বৃদ্ধি ফরর পরামর্শ প্রদান।

 

Ø       গ্রামের দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সহযোগীতা প্রদান। গ্রামীন অর্থোনৈতিক উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠিকে সমৃদ্ধ করন।